ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। ইউনাইটেড ফ্রেন্ডস আবারও মুখোমুখি হচ্ছে জয়নগর ক্রিকেট ক্লাবের। সেমিফাইনাল ম্যাচ। দু’দলই মুখিয়ে রয়েছে ফাইনালিস্ট হওয়ার স্বীকৃতি পেতে। টি-টোয়েন্টি সিনিয়র ক্লাব ক্রিকেটের চূড়ান্ত পর্যায়ের ম্যাচ এখন জমজমাট। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস ২১ রানের ব্যবধানে স্ফুলিঙ্গকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে জেসিসি ১১ রানের ব্যবধানে কসমপলিটনকে নকআউট করে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে। যদিও পাঁচ দিন আগে লীগ পর্যায়ের খেলায় জেসিসি এবং ইউনাইটেড ফ্রেন্ডস পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাতে ইউনাইটেড ফ্রেন্ডস ১৬ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছিল। এমবিবি স্টেডিয়ামে ওইদিনের খেলায় জেসিসি টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে দুর্দান্ত খেলে দীপক ক্ষৈত্রী ৮৮ রান পায়। ৪৪ বল খেলে দীপক ছটি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৮ রান সংগ্রহ করে। জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫০ রান সংগ্রহ করতেই নির্ধারিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে আদিত্য যাদব ৪৭ রান ও অনিরুদ্ধ সাহা ৪৮ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। ইউনাইটেড ফ্রেন্ডস এর দীপক বোলিং-এও দুর্দান্ত সাফল্য পেয়েছিল ২৫ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করে। আগামীকালের সেমিফাইনাল ম্যাচ ঘিরে ইউনাইটেড ফ্রেন্ডস-এর লক্ষ্য, লীগ ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে ফাইনালে পৌঁছানো। অপরদিকে, জেসিসিও মুখিয়ে রয়েছে লীগ ম্যাচে হারের বদলা নিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেতে।
2022-08-19