নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবার জন্মাষ্টমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুভেচ্ছা বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, “জন্মাষ্টমীর শুভ মুহূর্ত উপলক্ষ্যে আমি দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”
তিনি বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব হিসাবে ভক্তদের কাছে জন্মাষ্টমীর অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই উৎসব ‘অধর্ম’ (অশুভ) এর উপর ‘ধর্ম’ (শুভ) এর জয়ের আমাদের বিশ্বাসকেই পুনরায় সুনিশ্চিত করে। শ্রী কৃষ্ণ প্রেম, সৌন্দর্য এবং অসীম সুখের (আনন্দ) প্রতীক। ভগবদ্গীতায় তাঁর শাশ্বত শিক্ষা মানবতার জন্য এক মহান অনুপ্রেরণা।
উপরাষ্ট্রপতি বলেন, “আমি কামনা করি জন্মাষ্টমীর এই উৎসব আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি এবং সুখ বয়ে আনুক,”

