ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত ধুবড়ির এক হায়ার সেকেন্ডাারি স্কুলের ইউডিএ

ধুবড়ি (অসম), ১৮ আগস্ট (হি.স.) : কোনও অবস্থাতেই দমানো যাচ্ছে না ঘুষখোরদের। গতকাল রানিতে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন ব্লক শিক্ষা আধিকারিক লাচিত বসুমতারি। আজ বৃহস্পতিবার ঘুষের ২,০০০ টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের আধিকারিকদের হাতে ধরা পড়েছেন ধুবড়ি জেলার অন্তর্গত হাদুরহাট ধর্মশালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বড়বাবু (ইউডিএ) যতীন্দ্রনাথ রায়।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিরন্তর অভিযান অব্যাহত রেখেছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স এবং অ্যান্টি করাপশন, আসাম। ভুক্তভোগীর সার্ভিস শিট এবং এলপিসি হস্তান্তরের জন্য মোটা অঙ্কের ঘুষ চেয়েছিলেন হাদুরহাট ধর্মশালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বড়বাবু (ইউডিএ) যতীন্দ্রনাথ রায়। দাবির প্রথম কিস্তির দু হাজার টাকা নিচ্ছিলেন তিনি। সে সময় দুর্নীতি দমনের পাতা ফাঁদে ফেঁসে যান যতীন্দ্রনাথ।

যতীন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্যুরো ১৮/০৮/২০২০ তারিখ ২৯/২০২২ নম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ (২০১৮ সালে সংশোধিত)-এর ধারা ৭(এ) নম্বরে মামলা রুজু করেছে।

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রুসেড অব্যাহত রেখে অসমের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন অধিকরণ। গতকালও ঘুষের টাকা নেওয়ার সময় কামরূপ (গ্রামীণ) জেলার রানি ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক লাচিত বসুমতারিকে হাতেনাতে ধরেছিলেন দুর্নীতি দমনের আধিকারিকরা। তাঁর অফিস এবং গাড়ি থেকে নগদ এক লক্ষ টাকা বজেয়াপ্ত করা হয়েছিল। এভাবে প্রায় প্রতিদিনই রাজ্যের নানা প্রান্ত থকে ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ছেন বিভিন্ন পদমর্যদার কর্মচারী ও আধিকারিক।