আলিপুরদুয়ারে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আলিপুরদুয়ার, ১৮ আগস্ট (হি.স.) : আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গরম বস্তি এলাকায় এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। মৃতের নাম দশমী অসুর।

পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন ভোরে দশমীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি তাকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দশমী নেশায় আসক্ত ছিলেন। এর আগেও সে নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছিল।