নয়াদিল্লি,১৮ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবার জন্মাষ্টমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন, “জন্মাষ্টমীর শুভ উপলক্ষ্যে, আমি ভারতে এবং বিদেশের সকল দেশবাসীকে আমার উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”
তিনি আরও বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষায় রয়েছে জনকল্যাণ ও পুণ্যের বাণী। তিনি “নিষ্কাম কর্ম” শিখিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ‘ধর্মের’ পথে হাঁটতে হাঁটতে মানুষকে চূড়ান্ত সত্য লাভের পথ দেখিয়েছিলেন।
রাষ্ট্রপতি বলেন, আমি প্রার্থনা করি জন্মাষ্টমীর এই উৎসব আমাদের সকলকে মন, বচন ও কাজের মাধ্যমে পুণ্যের পথে চলতে অনুপ্রাণিত করুক ।

