নির্বাচনী গণতন্ত্রের কফিনে শেষ পেরেকও পোতা হল, অস্থানীয়দের ভোটাধিকার প্রসঙ্গে মেহবুবা মুফতি

শ্রীনগর, ১৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে অস্থানীয়দের ভোটাধিকারের তীব্র নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর মতে, নির্বাচনী গণতন্ত্রের কফিনে শেষ পেরেকও পোতা হয়ে গেল। ক্ষোভপ্রকাশ করে মেহবুবা মুফতি বলেছেন, বিজেপির স্বার্থেই সবকিছু করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে অস্থানীয়দের ভোটাধিকার প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করে পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, নির্বাচনী গণতন্ত্রের কফিনে শেষ পেরেকও পোতা হয়ে গেল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ভারতকে বেছে নিয়েছিল, তাঁরা ধর্মনিরপেক্ষ ভারতের অংশ হতে চেয়েছিল। কিন্তু, মানুষ ভোটে আস্থা হারিয়েছে। বিজেপির স্বার্থে সবকিছু ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *