গন্ডাছড়ায় যুব কংগ্রেসের উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷  গন্ডাছড়া মহকুমা এলাকায়  যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ গন্ডাতৈছা টাউল হল থেকে মিছিল শুরু করে গন্ডাতৈছা  বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ শেষে বাজারে যোগদান সভা হয়৷এই সভায় ১০০ পরিবারে ৪০০ ভোটার বিজেপি, সিপিআই(এম)  ছেড়ে কংগ্রেস দলে যোগ দেয়৷ এই যোগদান  সভায় সভাপতিত্ব করেন গন্ডাতৈছা  ব্লক কংগ্রেস সভাপতি  রনজিৎ ত্রিপুরা৷ উপস্থিত ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস এবং কংগ্রেসের নেএীরা৷ গন্ডাছড়া বাজারে এই পথ সভায় ব্যাপক জনসমাগম হয়৷ সভায় ব্লক কংগ্রেস সভাপতি বলেন সুদীপ রায় বর্মনের উপর যে আক্রমন সংঘটিত হয়েছে তা তিনি তীব্র ভাষায় নিন্দা জানান৷ বিজেপি ভয় পেয়ে সুদীপ আশিসের উপর হামলা সংগঠিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ আগামি দিনে ২০২৩ নির্বাচনে বিজেপির পদ্ম ফুল আর ফুটবে না বলেও তিনি মন্তব্য করেন৷ বিজেপির বিগত সাড়ে চার বছরের শাসনে অতিষ্ঠ হয়ে মানুষ শাসক দল ছেড়ে কংগ্রেস দলের পতাকা তলে সামিল হচ্ছেন বলেও তারা জানান৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে শোচনীয় ভাবে পরাজিত করে কংগ্রেস দলকে রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য দলীয় নেতা কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷ গন্ডাছড়া মহকুমায় ইতিমধ্যে কংগ্রেস দলের যোগদান অব্যাহত রয়েছে৷ আগামী দিনে আরো বহু মানুষ কংগ্রেসের পতাকা তলে সামিল হয়ে কংগ্রেসকে শক্তিশালী করবেন বলে দলের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *