পাটনা, ১৮ আগস্ট (হি.স.) : ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, আমাদের অপমান করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই।
বিহারে নতুন সরকার গঠনের পর থেকেই বিজেপি অভিযোগ করছে ‘জঙ্গলরাজ’ ফিরেছে রাজ্যে। বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতে তেজস্বী যাদব বলেছেন, আমাদের অপমান করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই। যেদিন থেকে আমরা রাজ্যের মানুষকে ১০ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলাম, সেই দিন থেকে তাঁরা (বিজেপি) অস্বস্তিতে পড়েছে।
বিহারের আইন মন্ত্রী কার্তিকেয় সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, আমাদের উদ্দেশ্য পরিষ্কার। আমরা আদালতের নির্দেশ অনুসরণ করব এবং বিষয়টি নিয়ে ভাবব।