ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। ক্রিকেট মাঠে আজ এক বড় রকমের অঘটন ঘটেছে। গ্রুপ চ্যাম্পিয়ন সংহতি পরাভূত। গ্রুপ লীগে টানা ছয় ছয়টি ম্যাচে জয়ের ধারা অক্ষুণ্ন রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত দল সংহতিকে ছিটকে যেতে হয়েছে বিসিসি-র কাছে হেরে। বিসিসি গ্রুপ-বি থেকে চতুর্থ স্থান পেয়ে শেষ আটে উঠেছিল। আজ, বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে সংহতিকে রোমাঞ্চকর ভাবে দুই রানে পরাজিত করে বিসিসি সেমিফাইনালে উন্নীত হয়েছে। ঘরোয়া ক্রিকেটে চলতি টুর্নামেন্টে বিষয়টা দারুন অঘটন বলা যেতে পারে। সকালে নির্ধারিত সময়ে ম্যাচ শুরুতে টস জিতে সংহতি প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়ে বনমালীপুর ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার বিক্রম কুমার দাসের ৬০ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। বিক্রম ৪৪ বল খেলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান পায়। এছাড়া সাগর শর্মার ৩৪ রান এবং শ্যাম শাকিল গনের অপরাজিত ৩৮ রান উল্লেখ করার মতো। জবাবে সংহতি শুরু থেকে অন্যান্য দিনের মতোই রান সংগ্রহ করছিল, তবে ব্যাটার্স-রা একটু আত্মবিশ্বাসী মনে করতেই, যা হবার তাই হয়েছে। বনমালী ক্রিকেট ক্লাবের প্রত্যেকটি বোলারের সম্মিলিত প্রয়াসে সংহতি ট্র্যাপে পা দিতে বাধ্য হয়। ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। সম্রাট সূত্রধরের ২৩ রান এবং চিরঞ্জিত পালের অপরাজিত ২৩ রান উল্লেখ করার মতো হলেও অন্যরা তেমন দায়িত্বপূর্ণ ব্যাট করতে পারেনি বলে শেষ রক্ষা সম্ভব হয়নি। মাত্র ২ রানের ব্যবধানে বিসিসি জয় ছিনিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যায়। ওপেনার বিক্রম কুমার দাসের অনবদ্য ব্যাটিং-এর সৌজন্য স্বরূপ ম্যান অফ দ্য ম্যাচের খেতাবটিও তার দখলে আসে।