উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ আজাদের, নানা বিষয়ে হতে পারে কথা

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রবীণ কংগ্রেস নেতা ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ। গত ১১ আগস্ট দেশের উপ-রাষ্ট্রপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। ধনখড় উপ-রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার, বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করেছেন গুলাম নবী আজাদ।

উপ-রাষ্ট্রপতির সচিবালয়ের পক্ষ থেকে টুইট করে এই সাক্ষাতের বিষয়ে জানানো হয়েছে। গুলাম নবী আজাদ রাজ্যসভার সদস্যও ছিলেন। উপ-রাষ্ট্রপতির সচিবালয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এদিন জগদীপ ও গুলাম নবী আজাদের মধ্যে নানা বিষয়ে কথা হয়ে থাকতে পারে।