ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে। কসমোপলিটনের বিদায়। কোয়ার্টার ফাইনাল ম্যাচে জেসিসি ১১ রানের ব্যবধানে কসমোপলিটনকে হারিয়ে শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে। টসে হারটাই কসমোপলিটনের কাল হয়েছে। প্রখর রৌদ্রে দ্বিতীয় ম্যাচ, উইকেট টানটান শক্ত। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্তের বেনেফিট পেয়েছে জেসিসি। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি সিনিয়র ক্লাব টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল এমবিবি স্টেডিয়ামে। টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার আদিত্য যাদবের ৬০ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। আদিত্য ৬৫ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান সংগ্রহ করেও অপরাজিত থাকে। এছাড়া, অনিরুদ্ধ সাহার ৪১ রান এবং শংকর পালের ২৭ রানও উল্লেখ করার মতো। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটনের ওপেনার এবং মিডল অর্ডারের ব্যাটার্সরা একটু ব্যর্থতার পরিচয় দিলে শেষ রক্ষা সম্ভব হয়নি। ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে নিরুপম সেন চৌধুরীর ৩০ রান, পল্লব দাসের ২৫ রান, অনিলের ২৩ রান উল্লেখ করার মতো। জেসিসি-র কমল দাস ২৮ রানে তিনটি এবং আকর্শ শ্রীবাস্তব ৩০ রানে দুটি উইকেট তুলে নিয়ে কসমো’কে সমস্যায় ফেলে দেয়। ১১ রানের জয় ছিনিয়ে জেসিসি সেমিফাইনালে পৌঁছে। অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ আদিত্য যাদব পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি।
2022-08-18