কাবুল, ১৮ আগস্ট (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। কাবুলের একটি মসজিদে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২০ জন। এই বিস্ফোরণে আহতের সংখ্যা কমপক্ষে ৪০। বুধবার সন্ধ্যায় কাবুলের খাইর খানা এলাকার একটি মসজিদে প্রার্থনার সময় বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২০ জনের ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
তালিবানের দাবি অনুযায়ী, আফগানিস্তান সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে, তা সত্ত্বেও ইসলামিক স্টেট লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। বুধবারের হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।