পটনা, ১৭ আগস্ট ( হি.স.) : বিহারের নতুন আইনমন্ত্রী কার্তিকেয় সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে অন্ধকারে খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর প্রতিক্রিয়া, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’ বিহারে নতুন আইনমন্ত্রী হয়েছেন আরজেডির কার্তিকেয় সিং। ১৬ আগস্ট আদালতে তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু সেদিন আদালতে না গিয়ে তিনি চলে যান রাজভবনে শপথবাক্য পাঠ করতে। তারপরই কার্তিকেয়র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
বুধবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহার বিধান পরিষদের কবির ভাটিকায় নবনির্মিত ২০০ তম অধিবেশন স্মারক-স্তম্ভ উন্মোচন করেন। এই উপলক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, নীতীশ এক প্রশ্নের জবাবে বলেন, তিনি মহাজোট সরকারের আইনমন্ত্রী কার্তিকেয় সিংয়ের বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট সম্পর্কে অবগত নন। তিনি বলেন, কার্তিকেয় সিংয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির তথ্য কেবল মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের একটি অপহরণ মামলায় অভিযুক্ত আরজেডি নেতা কার্তিকেয়। এক প্রোমোটারকে অপহরণ ও খুনের ষড়যন্ত্রে নাম জড়ায় তাঁর। কার্তিকেয়র দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে৷ ১ সেপ্টেম্বর পর্যন্ত আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। যদিও ১৬ আগস্ট দানাপুর আদালতে কার্তিকেয়র আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু সেদিন মন্ত্রিসভার সম্প্রসারণ করেন নীতীশ কুমার। আরজেডির ১৬ জন বিধায়ক-সহ ঠাঁই হয় ৩১ জনের। আইনমন্ত্রী হন কার্তিকেয় সিং। তারপরই আদালত অবমাননার অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।