ব্রেক বিকল হয়ে পহেলগামে নদীতে পড়ল বাস; ৬ জন জওয়ানের মৃত্যু, আহত ৩০

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.): ব্রেক বিকল হয়ে জম্মু-কাশ্মীরের পহেলগামে রাস্তার ধরে নদীতে পড়ল একটি বাস। ওই বাসে মোট ৩৭ জন জওয়ান ছিলেন, তাঁদের মধ্যে ৩৭ জন আইটিবিপি-র জওয়ান ও দু’জন জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ান। এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আইটিবিপি-র ৬ জন জওয়ান। এছাড়াও ৩০ জন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানদের অনন্তনাগের জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডাঃ সৈয়দ তারিক জানিয়েছেন, ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আইটিবিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রেক বিকল হওয়ায় মঙ্গলবার পহেলগামে রাস্তার ধারে নদীতে পড়ে গিয়েছে একটি বাস। ওই বাসটিতে ৩৯ জন জওয়ান ছিলেন, তাঁদের মধ্যে ৩৭ জন আইটিবিপি জওয়ান ছিলেন। বাসটিতে ছিলেন আরও দুই পুলিশ কর্মী। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, চন্দনওয়ারি থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের দিকে যাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই জওয়ানরা, অমরনাথ যাত্রা শেষ হওয়ায় ফিরে আসছিলেন তাঁরা। ৬ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

ভয়াবহ বাস দুর্ঘটনায় জওয়ানদের হতাহতের খবর শুনে দুঃখপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি জানিয়েছেন, চন্দনওয়ারীর কাছে বাস দুর্ঘটনায় মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। আহতদের সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করা হচ্ছে।”