বীরপাড়া, ১৬ আগস্ট (হি. স.) : আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দলমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা ডাম্পারের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পার মালিক মমেনুল হকের । মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। তিনি জটেশ্বরের বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, গোমটু ভুটান থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিল ডাম্পারটি। মমেনুলই গাড়িটি চালাচ্ছিলেন। পাশে বসেছিলেন ড্রাইভার। দলমোড়ে মাকরাপাড়া-বীরপাড়া রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মমেনুলের। পলাতক গাড়ির ড্রাইভার।

