গুয়াহাটি, ১৬ আগস্ট (হি.স.) : আগামীকাল বুধবার অসম বিধানসভার চার ঘণ্টার এক দিবসীয় বিশেষ অধিবেশন। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে এদিন বিকেল ৩.০০টা থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত অধিবেশন চলবে, জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি।
অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি জানান, পুরনো বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে বিশেষ এই অধিবেশন। ইতিমধ্যে অধিবেশনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অধ্যক্ষ দৈমারি জানান, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অমৃত মহোৎসব-এর পরিপ্রেক্ষিতে বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।
বিশেষ অধিবেশনে দেশের স্বাধীনতা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হবে। বিধায়করা দেশ তথা অসমের স্বাধীনতা সংগ্রামীদের অবদান এবং সংশ্লিষ্ট ইতিহাস সম্পৰ্কে বক্তব্য পেশ করবেন। বিশেষত বৰ্তমান ভারত এবং তদানীন্তন ভারতের ওপর আলোচনা হবে বলে জানান বিশ্বজিৎ দৈমারি।
এদিকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অমৃত মহোৎসবকে উপলক্ষ করে আগস্ট মাসের এক দিবসীয় বিশেষ অধিবেশন আহ্বান করায় অধিকাংশ বিধায়ক স্বাগত জানিয়েছেন। স্বাধীনতা-কেন্দ্রিক অধিবেশনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে ভালো বার্তা যাবে বলে মনে করেন দুর্গাদাস বড়োর মতো বিধায়করা।