নয়াদিল্লি, ১৪ আগস্ট ( হি.স.) : কংগ্রেস শিবিরে ফের করোনার থাবা। প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধীর পর এবার করোনা ধরা পড়ল মল্লিকার্জুন খাড়গের। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়ে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে দিল্লির রাজপথে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন রাজ্যসভার বিরোধী দলনেতা। চিঠিতে এজন্য দুঃখপ্রকাশ করেন তিনি। খাড়গে লিখেছেন, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি প্রত্যেক ভারতীয়র কাছে ঐতিহাসিক এবং গর্বের মুহূর্ত। ১৫ আগস্টের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু আমার করোনা রিপোর্ট পজিটিভ আসায় ১৫ আগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার মতো অবস্থায় আমি নেই।’
শনিবারই ফের করোনা ধরা পড়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও। তাঁর রিপোর্ট পজিটিভ আসার খবর দেন দলের নেতা জয়রাম রমেশ। গত জুন মাসে করোনা ধরা পড়েছিল সোনিয়ার। কিছুদিন ভর্তিও ছিলেন হাসপাতালে। দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় সোনিয়া আইসোলেশনে চলে গিয়েছেন বলে জানান জয়রাম।