ছোট্ট শিশুদের সঙ্গে রাখি বন্ধন উদযাপন করলেন প্রধানমন্ত্রী, মোদী জানালেন বিশেষ মুহূর্ত

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে কচিকাঁচাদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করেছেন। বিশেষ সেই মুহূর্তের বেশ কিছু ছবি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ছোটদের সঙ্গে বিশেষ রাখি বন্ধন উদযাপন। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এ কর্মরত ঝাড়ুদার, পিয়ন, মালী, গাড়ি চালকদের মেয়েরা এদিন প্রধানমন্ত্রীর হাতে রাখি পড়িয়েছেন।

প্রধানমন্ত্রীর বাসভবন এদিন ছোট্ট শিশুদের আগমণে আরও যেন সুন্দর হয়ে ওঠে। ছোট্ট শিশুরা দেশের প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন। সকলের সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে কয়েকটি ছবি আপলোড করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশেষ মূহর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *