হর ঘর তিরঙ্গা কর্মসূচী, বনমালিপুর মন্ডলে প্রভাত ফেরী

আগরতলা, ১১ আগস্ট : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল বাস্তবায়নের লক্ষ্যে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে এক প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি   উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেসব কর্মসূচিকে সামনে রেখে আজ প্রভাত ফেরি করল  বিজেপি বনমালীপুর মন্ডল।

এদিন বনমালীপুর মন্ডলের  উদ্যোগে আগরতলা রাজপথে প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। প্রভাত ফেরি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে।

প্রভাত ফেরীতে অংশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন, দেশের প্রধানমন্ত্রী হর ঘর তেরঙ্গা কর্মসূচি পালনের যে কর্মসূচি গ্রহণ করেছেন তাকে সফল রূপায়নের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সকলকে দেশপ্রেমিক মনোভাব নিয়ে পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।এদিন প্রভাত ফেরীকে কেন্দ্র করে বিজেপির নেতাকর্মী সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ এবং উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *