২০২৪ লোকসভার জন্য প্রস্তুত হন, শপথ নিয়ে মোদীকে হুঁশিয়ারি নীতীশের

পটনা, ১০ আগস্ট ( হি.স.) : ফের বিহারের মসনদে মহাজোট সরকার। অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে বসলেন লালুপুত্র তেজস্বী যাদব। বুধবার বিহারের রাজভবনে শপথ নিলেন তাঁরা। শপথ নেওয়ার আগে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে ফোন করেছিলেন নীতীশ। জেল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন লালু। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন আরজেডি প্রধান লালুুপ্রসাদ যাদবের পরিবারের সদস্যরা।

এদিন শপথগ্রহণের পরই ২০২৪ সালের লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন নীতীশ। স্পষ্টতই মোদীকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তৈরি থাকুন। এদিন শপথগ্রহণের পর বিহারে অষ্টমবারের মুখ্যমন্ত্রী নীতীশ বলেন, “দলের সবাই মিলে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমি থাকি বা না থাকি দলের বাকিরা কী চায় তা বলতেই পারে।”

জল্পনা সত্যি করে মঙ্গলবার বিজেপির হাত ছেড়ে আরজেডি, কংগ্রেসের হাত ধরেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। একাধিক বৈঠকের পর রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন নীতীশ-তেজস্বী। এরপরই বুধবার শপথ নিলেন তাঁরা। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই নীতীশকে প্রণাম করতে এগিয়ে যান তেজস্বী। এদিন শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, উপমুখ্যমন্ত্রী তেজস্বীর স্ত্রী রাজশ্রী এবং আরজেডি নেতা তেজপ্রতাপরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *