সৌহার্দ্যপূর্ণভাবে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যার সমাধান শুধু সময়ের অপেক্ষা, অসমের দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে বলেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী

আইজল, ১০ আগস্ট (হি.স.) : বহু দশক পুরনো আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সৌহার্দ্যভাবেই সমাধান হবে। সীমান্ত সমস্যার সমাধান এখন শুধু সময়ের অপেক্ষা। আজ বুধবার আইজলে অসমের দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

গতকাল মঙ্গলবার মিজোরামের আইজলে গুরুত্বপূর্ণ আন্তঃরাজ্য সীমান্ত বৈঠক শেষ করার পর আজ সকালে অসমের দুই মন্ত্ৰী যথাক্ৰমে সীমান্ত অঞ্চল উন্নয়ন মন্ত্রী অতুল বরা ও নগরোন্নয়ন মন্ত্ৰী অশোক সিংঘল মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সীমান্ত সংক্ৰান্ত গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং পরবৰ্তী পদক্ষেপ নিয়ে দুই রাজ্যের নেতাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। এর পর বাইরে এসে অসমের দুই মন্ত্রী অতুল বরা ও অশোক সিংঘল, মিজোরামের গৃহমন্ত্রী লালচামলিয়ানা এবং অসমের গৃহ দফতরের সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন দফতরের কমিশনার-সচিব জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠীকে দুপাশে নিয়ে সীমান্ত সংক্রান্ত বিষয়ে যৌথভাবে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।

যৌথ সাংবাদিক সম্মেলনে অসমের প্রতিনিধিদল এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা উভয়েই দশকের দীর্ঘ সীমান্ত সমস্যাগুলি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার কথা পুনর্ব্যক্ত করেছেন। জোরামথাঙ্গা বলেন, অসম এবং মিজোরাম, উভয়ই শান্তির দিকে অগ্রসর হচ্ছে। অতীতে সংঘটিত সীমান্ত সহিংসতার কালো অধ্যায়গুলি ভুলে যেতে চান তাঁরা। বিগত দিনে সংঘটিত ঘটনাগুলি দুর্ভাগ্যজনক, ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে তিনি যত্নশীল হবেন, দৃঢ়তার সঙ্গে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমের সঙ্গে আমাদের ভালো বোঝাপড়া আছে।

মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বলেন, ‘সৌহার্দ্যপূর্ণভাবে সীমান্ত সমস্যার সমাধান এখন শুধু সময়ের অপেক্ষা।’ বলেন, ‘উন্নয়ন ও শান্তির লক্ষ্যে আমরা আলোচনাকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ গতকালের বৈঠককে সফল বলে অভিহিত করেছেন তিনি। সীমান্ত বিরোধ-বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সাথে ভবিষ্যতে আলোচনা করার কোনও সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে জোরামথাঙ্গা বলেন, ‘অবশ্যই কথা হবে। তবে এ মাস (আগস্ট) কিংবা সেপ্টেম্বরে দিল্লিতে আমাদের সাক্ষাৎ হতে পারে। আমি যখন দিল্লি যাব, হিমন্তজিকে জানাব।’

অসমের মন্ত্রী অতুল বরা বলেন, ‘গতকালের বৈঠক এবং আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক যথেষ্ট ইতিবাচক ছিল। আগামী অক্টোবরে গুয়াহাটিতে দুই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্চস্তরে আবার বৈঠক হবে। মেঘালয়, অরুণাচল প্রদেশের মতো মিজোরামের আন্তঃরাজ্য সীমান্ত সমস্যাও যত শিগগির সম্ভব সমাধানের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী (অসম) হিমন্তবিশ্ব শর্মা।’

এদিকে অশোক সিংঘলও বলেন, ‘অতীতে কী ঘটেছে তা আমাদের ভুলে যাওয়া উচিত। ইতিবাচক উন্নয়নের জন্য উন্মুখ হতে হবে যাতে সীমান্ত অঞ্চলের উভয় পাৰ্শ্বে শান্তি ও সম্প্রীতি বিরাজ করে। গতকাল দুই রাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চলতি বছরের অক্টোবরে গুয়াহাটিতে পরবর্তী দফায় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। ওই বৈঠকে সীমান্ত সমস্যা এবং দাবিগুলির ওপর বিশদভাবে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, গতকালের বৈঠকে আন্তঃরাজ্য সীমান্তে চাষাবাদ, কৃষিকৰ্ম সহ অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে সম্মত হয়েছে অসম–মিজোরাম। এতে দুই রাজ্যের সংশ্লিষ্ট জেলাশাসকদের অবহিত করে বন প্রবিধান সাপেক্ষে আন্তঃরাজ্য সীমান্তে বসবাসকারীদের কার্যকলাপে কোনও ব্যাঘাত না ঘটানোর সপক্ষে বৈঠকে গৃহীত সিদ্ধান্তে উপস্থিতরা মোহর মেরেছেন। গত বছর (২০২১)-এর ৫ আগস্ট উভয় রাজ্য প্রশাসনের যৌথ বিবৃতি পুনর্নিশ্চিত করতে অসম এবং মিজোরাম উভয়ই শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সীমান্তে কোনও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে সম্মত হয়েছে।

এছাড়া, উভয় রাজ্যের সীমান্তবর্তী জেলাশাসকরা দু-মাসে অন্তত একবার মুখোমুখি বসে সংশ্লিষ্ট সীমান্ত এলাকার খোঁজখবর নেবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের বৈঠকে।