নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৯ আগস্ট৷৷ মঙ্গলবার সকাল প্রায় নয়টায় বিলোনিয়া বড়পাথরী সড়কের লোকনাথ আশ্রমের কাছেই বাইসাইকেল চালক এবং বাইক চালক দুজনের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷
ঘটনাস্থলে থেকে প্রত্যক্ষদর্শীরা আহত বাইক চালক এবং বাইসাইকেল চালককে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বাইক চালক মাখন দেবনাথ ত্রিপুরা ফরেস্ট গার্ডের কর্মী এবং শ্রীদাম মহাজন ত্রিপুরা পুলিশের হোম গার্ড কর্মী৷ সংঘর্ষে দুজনেই গুরুতরা আহত হন৷ বর্তমানে আহত অবস্থায় দুজনেরই বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে৷
2022-08-09