একসঙ্গে রাজভবনে গিয়ে বিহারে সরকার গড়ার আবেদন তেজস্বী-নীতীশের

পাটনা, ৯ আগস্ট (হি.স.): একসঙ্গে রাজভবনে গিয়ে বিহারে সরকার গড়ার দাবি জানালেন তেজস্বী যাদব ও নীতীশ কুমার । তাদের সঙ্গে ১৬০ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানান রাজ্যপালকে ।

বিজেপির সঙ্গে সমস্ত রকম জোট সম্পর্ক শেষ করে এনডিএ ছাড়ে জেডিইউ। মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ কুমার বললেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’ রাজভবনে ইস্তফা দিয়ে লালুপ্রসাদ যাদবের বাড়িতে গেলেন নীতীশ কুমার। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই নীতীশ কুমারকে মহাজোটের নেতা নির্বাচিত করা হয় ।

এরপর তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজভবনে যান নীতীশ কুমার । রাজ্যপাল রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দ্বিতীয়বার দেখা করে নীতীশ কুমার আবেদন জানালেন বিহারে পরবর্তী সরকার গড়ার জন্য তাদের ডাকা হোক। সাত দলের সমর্থন রয়েছে। ১৬০ জন বিধায়কের সমর্থনের চিঠি দিয়ে মহাজোটের সরকার গঠনের দাবিও উপস্থাপন করেছেন। প্রসঙ্গত, আরজেডি ছাড়াও নীতীশের পাশে থাকার ইঙ্গিত কংগ্রেস, সিপিআইএমএল, সিপিএমের। আরজেডির বিধায়ক সংখ্যা ৭৯। নীতীশের দল জেডিইউয়ের বিধায়ক সংখ্যা এখন ৪৫। নীতীশকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। তাদের বিধায়ক সংখ্যা ১৯। সমর্থনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন সিপিআইএমএলের ১২ জন বিধায়ক। সিপিআই এবং সিপিএমের বিধায়ক সংখ্যা চার। এক জন নির্দল বিধায়কও নীতীশকে সমর্থনের কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *