নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ আগস্ট৷৷ দীর্ঘ অনেকবছর যাবৎ যাতায়তের জন্য রাস্তার সমস্যায় ভুগছে কাঞ্চন নগর সেন পাড়ার লোকজনেরা৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর সেন পাড়ায় প্রায় ১৩ থেকে ১৪ পরিবারের বসবাস৷ এই এলাকায় একটি মহাশ্মশান ও একটি হোমিওপ্যাথী ডিসপেন্সারী রয়েছে৷
বিগত অনেকবছর যাবৎ এই এলাকার রাস্তাটি ভগ্ণ দশায় পরিনত হয়ে রয়েছে৷ এইনিয়ে এলাকাবাসী প্রসাশনিক ভাবে সকলের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি৷ বাম আমল শেষ হয়ে রাম আমলেও রাস্তার করুন অবস্থা শেষ হয়নি৷ এই নিয়ে মঙ্গলবার এলাকার বাসিন্দা উত্তম কুমার নন্দী সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান বিগত অনেক বছর আগে থেকে এলাকায় যাতায়তে জন্য ৩২ ফুট চোওড়া রাস্তা ছিলো৷ এখন রাস্তা কমেগিয়ে ৭ থেকে ৮ ফুট চোওড়া হয়েছে৷ বর্তমানে রাস্তা যতটুকু আছে তা চলাফেরা করার অযোগ্য হয়ে রয়েছে৷
তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান এলাকাবাসী হয়তো ভালো রাস্তায় চলাফেরা করার যোগ্যতা নেই তাই সকলকে ভগ্ণ দশা অবস্থায় থাকা রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে৷ এলাকাবাসী চাইছে এলাকার লোকজনের সুবিধার্থে দ্রুততার সাথে রাস্তা মেরামত করা হোক৷ এখন দেখার বিষয় এলাকার লোকজনের যাতায়তের সুবিধার্থে রাজ্য সরাকার কোনো পদক্ষেপ গ্রহন করেন কিনা৷
2022-08-09