গুয়াহাটি, ৯ আগস্ট (হি.স.) : উত্তরপূর্বের দুই রাজ্যে প্রায় একই সময়ে সেনা ছাউনি ও টহলদারীদের লক্ষ্য করে মর্টার ও গুলি হামলা চালিয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (স্বাধীন) সংক্ষেপে আলফা-স্বা এবং ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (এনএসসিএন)। সূত্রের দাবি, আজ মঙ্গলবার ভোরের দিকে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার অন্তর্গত ভারত-চিন সীমান্তবর্তী পাংসাউপাসে টহলদারী সেনা বাহিনী এবং নাগাল্যান্ডের সারামতি এলাকায় সেনা ছাউনিকে লক্ষ্য করে অতৰ্কিতে যৌথ মর্টার ও গুলি হামলা চালিয়েছে নিষিদ্ধ আলফা (স্বা) এবং এনএসসিএন। যৌথ অ্যামবুশে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে যে খবর পাওয়া গিয়েছিল, সরকারি সূত্রে সে ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে তেজপুরে অবস্থিত প্রতিরক্ষা দফতরের পিআরও লেফটেন্যান্ট কর্নেল এএস ওয়ালিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আসাম রাইফেলস-এর জওয়ানরা আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নজরদারির পরিপ্রেক্ষিতে জোরদার টহল অভিযান চালাচ্ছিলেন। তখনই সুযোগ বুঝে নিষিদ্ধ দুই জঙ্গি সংগঠন আক্রমণ করেছে।
তিনি বলেন, জঙ্গিরা অরুণাচলের নাকানো অঞ্চলে আরেকটি সেনা শিবিরকেও লক্ষ্য করেছিল। এরই মধ্যে একই জঙ্গি গোষ্ঠীর অপর গ্যাং নাগাল্যান্ডের সারামতিতে অবস্থিত একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। সূত্রের দাবি, জঙ্গিরা নাকানোতে প্রচণ্ড গুলি বৰ্ষণ করার পাশাপাশি অরুণাচল প্রদেশের পাংসাউ পাসে মর্টার ব্যবহার করেছিল। এতে জনৈক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)-এর হাতে সামান্য আঘাত লেগেছে। তাছাড়া অ্যামবুশের ঘটনায় অন্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, জানান লেফটেন্যান্ট কর্নেল এএস ওয়ালিয়ার। তিনি বলেন, জঙ্গিরা তাদের শক্তি প্রদর্শন করার অপচেষ্টা করলেও সেনাদের বর্ধিত নজরদারি অব্যাহত থাকবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৬ আগস্ট এক বিবৃতি জারি করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশেন ফ্রন্ট অব অসম স্বাধীন (আলফা-স্বা) এবং ইয়ং অগাস্ট নেতৃত্বাধীন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) আগামী ১৫ আগস্ট অনুষ্ঠেয় স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছিল। ১৪ আগস্ট মধ্যরাত ১৫ আগস্ট বিকেল ৬-টা পর্যন্ত বনধ পালন করার ডাক দিয়েছে তারা। এর পর আজ এ ধরনের হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা শান্তি চুক্তির জন্য আলফা (স্বা)-কে এগিয়ে আসতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টার মধ্যে গত বছরের মে মাসে আলফা (স্বা) একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।