ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেনিস কোচিং ক্যাম্প ও মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিক। ভারত বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রবিবার ঢাকাস্থিত শেখ জামাল টেনিস কমপ্লেক্সে এক মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিক এবং আন্তর্জাতিক টেনিস কোচিং ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে ফোরামের মুখ্য উপদেষ্টা আশিকুর রহমান মিকু, সভাপতি আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সাধারণ সম্পাদক সুজিত রায় প্রমূখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি নেয়াজ আহমেদ। মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিকে প্রচুর সংখ্যক প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ ছাড়াও ক্রীড়া সংগঠকরা চিকিৎসার সুযোগ নেন। ক্লিনিক পরিচালনায় নেতৃত্ব দেন ত্রিপুরার ডাঃ কনক চৌধুরী, ফিজিও ডাঃ বীরবর দেবনাথ, অংশুমান দাশগুপ্ত, রাজন চৌধুরী এবং বাংলাদেশের ডাঃ মহসিন আরিফ জুবের রেবেকা সুলতানা, মহসিন কবীর ও ইশরাত জোহান। এদিকে, আন্তর্জাতিক টেনিস কোচিং ক্যাম্পে রেকর্ড বাংলাদেশের বিভিন্ন জেলা ও ট্রেনিং সেন্টার থেকে মোট ৭৬ জন টেনিস খেলোয়াড় ও ৩০ জন কোচ অংশগ্রহণ করেন। ক্যাম্প পরিচালনায় নেতৃত্বে রয়েছেন ভারতীয় যুব টেনিস দলের কোচ দেবপ্রিয় দাস ঋষি ও সহকারী কোচ দীপক দাস। আগামী ১২ আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে। ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে সুজিত ভৌমিক এই সংবাদ জানিয়েছেন।
2022-08-07