লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল, দুই কক্ষের অধিবেশনই মুলতুবি

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): সংসদে শান্তির বাতাবরণ ফিরছেই না। কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে শুক্রবার সংসদের উভয়কক্ষের অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়েছে। এদিন বেলা এগারোটা নাগাদ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর উভয়কক্ষেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা।

ফলে লোকসভার অধিবেশন প্রথমে বেলা ১১.৩০ মিনিট ও পরে দুপুর দু”টো অবধি মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও এদিন হইচই করেন কংগ্রেস সাংসদরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার, মূল্যবৃদ্ধি ইস্যুতে স্লোগান দিতে থাকেন রাজ্যসভার সাংসদরা। তাই দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এদিন বলেছেন, সংসদের অধিবেশন চলাকালীন হোক অথবা অন্য সময় ফৌজদারি মামলায় এজেন্সির সমন এড়াতে পারেন না সাংসদরা। নাগরিক হিসেবে আইন মেনে চলা, আইন ও আইনি পদ্ধতিকে সম্মান করা আমাদের কর্তব্য।”
প্রসঙ্গত, এদিন কংগ্রেস সাংসদরা কালো পোশাক পড়ে সংসদে আসেন। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা কালো পোশাক পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *