নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): সংসদের চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সংসদে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। চলতি বাদল অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিনও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর প্রমুখ।
এদিকে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার কালো কুর্তা ও কালো পাগড়ি পড়ে সংসদে আসেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই এদিন কালো কুর্তা ও কালো পাগড়ি পড়েন খাড়গে। এদিকে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যুতে শুক্রবার দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা।

