গুরদীপের সাফল্যে অভিভূত প্রধানমন্ত্রী, জানালেন কঠোর পরিশ্রমেই আসে অসামান্য

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে দশ নম্বর পদক জিতেছে ভারত। ছেলেদের সুপার হেভিওয়েট (১০৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং। গুরদীপের এই সাফল্যে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন গুরদীপ সিংকে।

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গেই অসামান্য ফলাফল পাওয়া যায়, কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতে গুরদীপ সিং তা দেখিয়েছেন। তিনি দেশের নাগরিকদের মধ্যে আনন্দের চেতনা বাড়িয়ে দিয়েছেন। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রসঙ্গত, গুরদীপ স্ন্যাচে ১৬৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২৩ কেজি, সব মিলিয়ে ৩৯০ কেজি ভার তুলে ব্রোঞ্জ পদক গলায় ঝোলান। ক্লিন অ্যান্ড জার্কে গুরদীপের ২২৩ কেজি এপর্যন্ত তাঁর ব্যক্তিগত সেরা। এটি ভারতের নতুন জাতীয় রেকর্ডও বটে।