গাড়িতে সমস্ত যাত্রীদের জন্য এয়ারব্যাগ চালু করার চেষ্টা করছে সরকার : গডকরি

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): গাড়িতে সমস্ত যাত্রীদের জন্য এয়ারব্যাগ চালু করায় প্রয়াসরত ভারত সরকার। বৃহস্পতিবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি।

এদিন সকালে লোকসভায় তিনি বলেছেন, “এখনও পর্যন্ত গাড়িতে দু”টি এয়ারব্যাগ বাধ্যতামূলক। পেছনে থাকা যাত্রীদের জন্য কোনও এয়ারব্যাগ নেই। আমাদের দফতর পিছনের যাত্রীদের জন্যও এয়ারব্যাগ রাখার চেষ্টা করছে, যাতে তাঁদের জীবনও বাঁচানো যায়। একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে, এবং সরকার শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে।”
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি এদিন আরও বলেছেন, পরিবহণের পরিবেশ বান্ধব মাধ্যমকে উন্নীত করতে এবং পরিবহন সেক্টরকে ডিকার্বনিজ করার জন্য, সরকার গ্যাসোলিনের সঙ্গে ইথানলের মিশ্রণের সাথে বিকল্প জ্বালানি প্রবর্তনের জন্য গণ নির্গমনের মানগুলিকে অবহিত করেছে। গডকরি আরও বলেছেন, সরকার পুরানো, আনফিট এবং দূষণকারী যানবাহনগুলিকে বন্ধ করতে যানবাহন স্ক্র্যাপিং নীতিও প্রণয়ন করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *