গুজরাটের ধরমপুরের শ্রীমৎ রাজচন্দ্র মিশনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ আগস্ট ( হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের ভালসাড় জেলার ধরমপুরের শ্রীমৎ রাজচন্দ্র মিশনের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সেখানে শ্রীমৎ রাজচন্দ্র হাসপাতালের উদ্বোধনও করবেন তিনি। সমগ্র রাজ্যের, বিশেষ করে দক্ষিণ গুজরাটের মানুষের জন্য,আড়াইশো শয্যাবিশিষ্ট এই মাল্টিস্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো রয়েছে, যা বিশ্বমানের চিকিৎসা সুবিধা প্রদান করবে। পুরো প্রকল্পের জন্য ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা।