নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার (সিভিসি) পদে সুরেশ এন প্যাটেল বুধবার শপথ নিয়েছেন। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে তিনি শপথবাক্য পাঠ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আইনমন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার (সিভিসি) পদ প্রায় এক বছর ধরে খালি থাকার পর, ভিজিল্যান্স কমিশনার সুরেশ এন প্যাটেল বুধবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন। সুরেশ এন প্যাটেল, যিনি চলতি বছরের জুন থেকে ভারপ্রাপ্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার (সিভিসি) হিসাবে দায়িত্ব সামলেছেন, তিনি বুধবার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।