বাঁকুড়া, ৩ আগস্ট (হি. স.) : চোর ধরো – জেল ভরো”, “দুর্নীতিতে যুক্ত পশ্চিমবঙ্গের মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে অপসারণ, “দুর্নীতির দায় নিয়ে তার মৃল প্রেরণাদাত্রী মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ এর- দাবীতে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)’র বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে বুধবার কালপাথরে মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
এছাড়াও একশ দিনের কাজের বকেয়া মজুরী প্রদান, প্রকৃত গৃহহীনদের বাড়ি তৈরির দাবী জানানো হয়। সভা শেষে কালপাথর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন প্রদান করা হয়।উপস্থিত ছিলেন ভারতের সি পি এমের বাঁকুড়া জেলার সম্পাদক কমরেড অজিত পতি, ক্ষেতমজুর ইউনিয়ন বাঁকুড়া জেলার সভাপতি মনোরঞ্জন পাত্র, ব্লকের কৃষক সভার নেতা কমরেড মোহন ধবল, ক্ষেতমজুর ইউনিয়ন এর ব্লকের নেতা কমরেড বিনোদ বাস্কে প্রমুখ।