কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : তদন্তে গিয়ে দিল্লি পুলিশের হাতে ‘আটক’ হলেন পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন এক জন ইনস্পেক্টর, দু’জন এসআই এবং এক জন এএসআই। সিইআইডির এই চার তদন্তকারীকে সাউথ ক্যাম্পাস থানায় আটক করা হয়।
বুধবার বেলা ১২টা নাগাদ পশ্চিমবঙ্গের সিআইডি-র তরফে এই মর্মে উপর্যুপরি তিনটি টুইট করা হয়। তাতে এর উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিআইডি। সেই তদন্ত করতে গিয়ে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ পায় তারা। বুধবার সকালে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় পৌঁছয় সিআইডির চার জনের ওই তদন্তকারী দল।
সিআইডির তরফে দাবি করা হয়েছে, সিদ্ধার্থর বাড়িতে তল্লাশির জন্য তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। এবং সমস্ত প্রোটোকল মেনে সেই মতো সাউথ ক্যাম্পাস থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সিআইডির দলটি সিদ্ধার্থর বাড়িতে তল্লাশি অভিযানে গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। এর পরই সিআইডির ওই চার আধিকারিককে সাউথ ক্যাম্পাস থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়।
সিআইডির তরফে দাবি করা হয়েছিল যে, হাওড়ার পাঁচলা এলাকায় বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সিদ্ধার্থ। তাই তদন্তের স্বার্থেই সব রকম অনুমতি এবং ব্যবস্থা নিয়েই দিল্লি রওনা দিয়েছিলেন চার তদন্তকারী আধিকারিক। অভিযোগ, তদন্তে বাধা দিচ্ছে দিল্লি পুলিশ।

