নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ভারত সফরে আসা মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে হয়েছে আলোচনা। বৈঠক শেষে ভারত ও মালদ্বীপের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আগে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির মধ্যে বৈঠক প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারত মহাসাগরের তরঙ্গ দ্বারা আবদ্ধ একটি অংশীদারিত্ব, ঘনিষ্ঠ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনের দ্বারা আবদ্ধ। প্রসঙ্গত, ৪ দিনের সফরে সোমবার বিকেলেই ভারতে এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি।