গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : গত কয়েকদিনে বিভিন্ন যাত্ৰীবাহী ট্রেন এবং রেলওয়ে অভিযান চালিয়ে ৯৪.৪৯ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী পাচারের সময় উদ্ধার করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র জওয়ানরা। পাশাপাশি নিষিদ্ধ সামগ্ৰী পাচারের অভিযোগে আরপিএফ চার জনকে আটক করেছে। পরে জিজ্ঞাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর দিয়ে জানান, গত ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সময়সীমার মধ্যে আরপিএফ নিষিদ্ধ সামগ্রী মরফিন, মদ, বিদেশি সিগারেট, গাঁজা ইত্যাদি বাজেয়াপ্ত করেছে। এগুলি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিয়মিত তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করেছেন জওয়ানরা। এছাড়া এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরপিএফ চারজনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৪২৭টি অভিযানে ১৬.৯৮ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ ও পাচারকৃত সামগ্রী উদ্ধার করেছে। এই সময়সীমার মধ্যে আরপিএফ নিষিদ্ধ সামগ্রী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৯১ জনকে গ্রেফতারও করেছে।