দুর্গোৎসবকে সামনে রেখে মুর্তি পাড়ায় ব্যস্ততা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ তারপর এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব৷ হাতে আর মাত্র ৬২ টি দিন বাকি৷ পুজো যত এগিয়ে আসছে মূর্তিপাড়ায় ব্যস্ততা ততই চরম আকার ধারণ করছে৷ গত দু’বছর ছিল করোনা ভাইরাসের দাপাদাপি৷ যার কারনে বাজার ছিল মন্দা৷ কিন্তু এ বছর অনেকটাই সুস্থ পরিস্থিতি আগের তুলনায়৷ তাই মায়ের আরাধনার প্রস্তুতিও চলছে জোর গতিতে৷ রাজধানীর কুমোর পাড়া গুলিতে শুরু হয়ে গেছে মূর্তি বানানোর কাজ৷ অন্যবারের তুলনায় এবারে চাহিদা একটু বেশিই রয়েছে৷ বড় বাজেটের পূজো রয়েছে কয়েকটি৷ তবে বাজারে জিনিসপত্রের দাম থাকায় মূর্তির দাম একটু বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *