নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীশ তিওয়ারি। উদ্বেগ প্রকাশ করে মনীশ তিওয়ারি বলেছেন, শিশুদেরও রেহাই দিচ্ছে না এই সরকার। মূল্যবৃদ্ধি ইস্যুতে সোমবার আলোচনা শুরু হয় লোকসভায়। এদিন অত্যাবশ্যক পণ্যের ওপর জিএসটি বৃদ্ধি-সহ নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মনীশ।
তিনি বলেছেন, দেশে বিগত ১৪ মাসে দুই অঙ্কের মুদ্রাস্ফীতি রয়েছে, যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স আকাশ ছোঁয়া। চাল, দই, পনির এবং পেন্সিল এবং শার্পনারের মত দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলিতে জিএসটি বাড়ানো হয়েছে, এই সরকার শিশুদেরও রেহাই দিচ্ছে না।