মুম্বই, ১ আগস্ট (হি.স.): জমি দুর্নীতি-মামলায় রবিবার গভীর রাতে ইডির হাতে গ্রেফতার হলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। ইডি সূত্রে খবর, তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর।
জমি দুর্নীতি-কাণ্ডে এর আগে দু’বার জেরার জন্য সঞ্জয় রাউতকে ডেকেছিল ইডি। প্রতিবারই তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। ৩১ জুলাই সকাল ৭টা নাগাদ সিআইএসএফ জওয়ানদের নিয়ে পূর্ব মুম্বইয়ের বান্ডাপে সঞ্জয়ের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার হয়। তখনই তাঁকে আটক করে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সন্ধ্যাবেলায় নিজেদের অফিসে নিয়ে যায় ইডি। তারপর প্রায় ছয় ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ, জেরার পর তাঁকে গ্রফতার করে ইডি।
এদিকে, স্বপ্না পাটকর (পাত্র চাউল জমি দুর্নীতি মামলার একজন সাক্ষী) নামে এক হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬ ও ৫০৯ ধারার অধীনে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে ভাকোলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।