সঞ্জয় রাউতকে সমর্থন করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি

নয়াদিল্লি, ১ আগস্ট ( হি.স.) : শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের গ্রেফতারের প্রতিবাদ জানালেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরি। সোমবার সংসদ থেকে বেরিয়ে এসে রাউতের গ্রেফতারের বিষয়ে সরকারকে আক্রমণ করে বলেন, সঞ্জয় রাউতের একমাত্র অপরাধ ছিল যে তিনি বিজেপির রাজনীতিতে আত্মসমর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, এই লোকটি সাহসী এবং আমরা সঞ্জয় রাউতের সঙ্গে আছি।

প্রসঙ্গত, রবিবার পাত্র চাওলের পুনর্নির্মাণে অনিয়ম সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলায় রাউতকে মুম্বই থেকে ইডি গ্রেফতার করেছে। কংগ্রেস সহ বিরোধীরা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ইডিকে অপব্যবহার করার অভিযোগ তুলেছে।