চণ্ডীগড়, ৩১ জুলাই ( হি.স.) : শনিবার রাতে ফের পঞ্জাবের পথ দিয়ে ভারতে ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। বিএসএফ জওয়ানদের গুলি চালানোর পর ড্রোনটি ফিরে যায পাকিস্তানে। আশঙ্কা করা হচ্ছে, ড্রোন থেকে কিছু জিনিস ভারতীয় সীমান্তে ফেলা হবে।
জানা গেছে, বিএসএফের ১০৩ ব্যাটালিয়নের জওয়ান সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। রাত একটার দিকে বিওপি নূরানওয়ালার মস্তগড় গ্রামে ড্রোনের গতিবিধি দেখে সেনারা গুলি চালাতে শুরু করে। সৈন্যরা ড্রোনের দিকে সাত রাউন্ড গুলি চালায়। কয়েক মিনিট পর ড্রোন পাকিস্তান সীমান্তে ফিরে যায়। এ ঘটনার পর রবিবার সকালে সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বিএসএফ।