পটনা, ৩১ জুলাই ( হি.স.) : রবিবার সকালে বিহারের মুজাফফরপুর, পূর্ব চম্পারন, পশ্চিম চম্পারন এবং সমস্তিপুরের আশেপাশের জেলাগুলিতে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। সকাল ৭টা ৫৮ মিনিট থেকে ৮টা ০১ মিনিটের মধ্যে ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল বলা হচ্ছে নেপালের কাঠমান্ডু।
নেপালের কাঠমান্ডু থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ৫.৫ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিহারের পূর্ব চম্পারণে পাঁচ সেকেন্ডের জন্য কম্পন ছিল। তবে ভূমিকম্পের তীব্রতা খুব কম হওয়ায় কেউ কেউ তা অনুভবও করতে পারেননি। যতক্ষণে কেউ কেউ বুঝতে পারে ততক্ষণে কম্পন বন্ধ হয়ে গেছে। এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের কম্পনে হঠাৎ ঘরের ভিতর নড়ে উঠল খাট, আলমারি। দুলে উঠল টেবিল-চেয়ার। তবে কম্পনের আতঙ্ক লোকজনের কাছে স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তারা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসেন।