Sports:জাতীয় কাবাডিতে রাজ্যদল ব্যর্থ বঞ্চিত খেলোয়াড়দের ক্ষোভ চরমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। জাতীয় কাবাডি আসরে ত্রিপুরা দল তেমন সাফল্য পাচ্ছে না। সম্প্রতি ২১ থেকে ২৪ জুলাই হরিয়ানার ছারখী দাদ্রী-তে ৬৯-তম সিনিয়র ন্যাশনাল পুরুষ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এতে ত্রিপুরা দল অংশ নিয়েছিল। কার্যত, পুল ডি-তে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং গুজরাটের কাছে ক্রমান্বয়ে হেরে রাজ্য দল ফিরে এসেছে। ২১ জুলাই প্রথম ম্যাচে মহারাষ্ট্রের কাছে ত্রিপুরা ৬৯-২০ পয়েন্টে পরাজিত হয়েছে। দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর কাছে ত্রিপুরা ৪৪-৫ পয়েন্টে পর্যুদস্ত হয়েছে। উল্লেখ্য, ফাইনালে রেলওয়েজ মহারাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এদিকে, গত ১০ থেকে ১৩ মার্চ একইস্থানে আয়োজিত ৬৮-তম সিনিয়র ন্যাশনাল মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা নামধারী দল অংশ নিয়েছিল। ত্রিপুরার কোন মহিলা খেলোয়াড় এই দলে ছিল না। বহিঃ রাজ্যের খেলোয়াড়ে সমৃদ্ধ ত্রিপুরা নামধারী দল জাতীয় আসরে খেলে গ্রুপ লীগে একটি ম্যাচে জিতে গ্রুপে তৃতীয় স্থান পেয়েছিল। অন্ধ্রপ্রদেশের কাছে ৫৯-৩১ পয়েন্টে এবং গোয়ার কাছে ৫৭-৩২ পয়েন্টে হারলেও কেরালাকে ত্রিপুরা নামধারী দল ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। পুরুষদের জাতীয় আসরে ত্রিপুরার খেলোয়াড়রা অংশ নিতে পারলেও মহিলাদের জাতীয় আসরে বহিঃ রাজ্যের খেলোয়াড়দের নিয়ে দল গড়তে হয়েছে। রাজ্যের খেলোয়াড়দের এখানেই প্রশ্ন এবং ক্ষোভ। রাজ্যের খেলোয়াড়রা সারা বছর প্রশিক্ষণ নিলেও জাতীয় আসরে খেলার সুযোগ পাচ্ছে না। এ বিষয়ে রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মতামত ভিন্নতর। সংস্থায় গোষ্ঠী কোন্দলও চরমে। সবকিছু মিলে বঞ্চিত হচ্ছে রাজ্যের খেলোয়াড়রা। বেশ ক’জন বর্তমান ও প্রাক্তন কাবাডি খেলোয়াড় আজ, শনিবার দুপুরে আগরতলা প্রেসক্লাবে আহূত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য কাবাডি সংস্থার সামগ্রিক কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ উগড়ে দেন। খেলোয়ারদের অভিমত অতি সত্বর রাজ্য কাবাডি সংস্থাকে খেলোয়াড় বান্ধব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জাতীয় আসরে ত্রিপুরার খেলোয়াড়দের সুযোগ করে দিতে দাবি জানাচ্ছে। প্রয়োজনে রাজ্য কাবাডি সংস্থার পরিকাঠামোগত পরিবর্তন করারও আবেদন রেখেছেন। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে টোটন দাস, অপর্ণা মন্ডল এবং ত্রিপুরা এমেচার কাবাডি সংস্থার সচিব হুলো পাল ও কোষাধ্যক্ষ বিজয় কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *