Mithun Chakraborty:বাংলা ছবি ‘প্রজাপতি’র শুটিং করতে এসে গঙ্গায় স্নান করলেন মিঠুন চক্রবর্তী

বারাণসী, ৩০ জুলাই ( হি.স.) : শনিবার অসি ঘাটে পবিত্র গঙ্গায় স্নান করলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেখতে ঘাটে ভিড় জমায় উৎসাহী জনতা। বাংলা ছবি ‘প্রজাপতি’র শুটিংয়ে অংশ নিতে আসা মিঠুন চক্রবর্তী গঙ্গা স্নান করে সহশিল্পীদের সঙ্গে শুটিংয়ে অংশ নেন। নৌবিহারের দৃশ্য চিত্রায়িত হয়েছে অসি ঘাটে।

অসি ঘাটে ছবির পরিচালক অভিজিতের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে বোটিং-এর শুটিং হয়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে দেখা মিঠুন চক্রবর্তীও তরুণদের সঙ্গে সেলফি তোলেন। ‘প্রজাপতি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। অভিনেতা মিঠুন চক্রবর্তী সাদা কুর্তা, পায়জামায় বড় দাড়ি আর চুল নিয়ে ঘাটে হাঁটতে থাকেন।