ভারী বৃষ্টি হয়েই চলেছে কাশ্মীরে, উপত্যকায় জারি হলুদ সতর্কতা

শ্রীনগর, ৩০ জুলাই (হি.স.): ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে কাশ্মীর উপত্যকাজুড়ে। আগামী ২৪ ঘন্টাও জম্মু-কাশ্মীরের মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত ২৪ ঘন্টার মধ্যে কাশ্মীরের বেশিরভাগ অংশেই বিরামহীন বৃষ্টি হয়েছে, যেমন শ্রীনগর, বুদগাম এবং গাণ্ডেরবালের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কাশ্মীর থেকে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আগামী ২৪ ঘন্টা কাশ্মীরের আবহাওয়া মূলত এমনই থাকবে। কাশ্মীর উপত্যকায় জারি করা হয়েছে বর্ষণের হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা জম্মু-কাশ্মীরে মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার অবধি জম্মু-কাশ্মীরে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জন্য ভূমিধস, আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তা প্রশাসনকে সতর্ক করা হয়েছে।