স্বামী বিবেকানন্দ ময়দানে শনিবার থেকে ভলিবল আসর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। প্রস্তুতি চূড়ান্ত। ইতিমধ্যে এক ডজন দল প্রতিযোগিতায় অংশ নেবে বলে নাম নথিভুক্ত করেছে। এন্টি ড্রাগ সচেতনতা মূলক এই উন্মুক্ত ভলিবল টুর্নামেন্টের আয়োজন। পুরুষ বিভাগের প্রতিযোগিতা। ডে-নাইট টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরু আগামীকাল থেকে। খেলা হবে রাজধানীর আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে। উদ্যোক্তা আস্তাবল সিকলা বদল। দুদিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ৩১ জুলাই পর্যন্ত। শেষ দিন ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সকাল দশটায়। ইতিমধ্যে ১২টি দল প্রতিযোগিতায় অংশ নিতে এন্ট্রি জমা দিয়েছে। দলগুলি হলো বিএসএফ, ত্রিপুরা পুলিশ, বিশালগড়, খোয়াই, অমরপুর, বেলবাড়ি, মানি কিক্ এবং অন্যান্য। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ক্রীড়ামোদীদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *