চেন্নাই, ২৯ জুলাই (হি.স.): তামিলনাড়ুতে একজনও মাঙ্কিপক্সে সংক্রমিত হননি। শুক্রবার জানিয়ে দিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। তিনি আহ্বান জানিয়েছেন, রাজ্যবাসী যেন গুজবে কান না দেন। পাশাপাশি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তামিলনাড়ু জুড়ে গুজব চলছে যে রাজ্যে মাঙ্কিপক্সে ৪ জন আক্রান্ত হয়েছেন।
এ প্রসঙ্গে শুক্রবার তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, তামিলনাড়ুতে একটিও মাঙ্কিপক্সের ঘটনা নেই। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার করা হচ্ছে যে নাগেরকয়েলে ৪টি মাঙ্কিপক্সের ঘটনা নিশ্চিত হয়েছে। ভুয়ো খবর বিশ্বাস করবেন না। আমরা যদি এমন কোনও ঘটনা খুঁজে পাই তবে আমরা এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে মিডিয়াকে বলব।