দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত ৮৫,৩২০ জন

সিওল, ২৯ জুলাই ( হি.স.) : দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৫,৩২০ জন করোনা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত মোট ১৯,৬২,০৫১৭ জন মানুষ এই মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কোরিয়া ডিজি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) অনুসারে, দৈনিক সংক্রমণ আগের দিনের ৮৮,৩৮৪ থেকে কম থাকলেও, তবে আগের সপ্তাহে ৬৮,৫৯৭ জন আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে দৈনিক গড় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৭,৫৭৭।


কেডিসিএ-এর মতে, করোনার নতুন কেসের মধ্যে ৪৩৯ জন বিদেশ থেকে সংক্রামিত ভ্রমণকারী। এর ফলে তাদের মোট সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪৩,৫৩৮। দেশে এই ভাইরাসের সংক্রমণে ২৩৪ রোগীর অবস্থা আশঙ্কাজনক। একই সময়ে পঁয়ত্রিশ জন রোগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ২৪,৯৯২ জনে দাঁড়িয়েছে। দেশে করোনায় মৃত্যুর হার ০.১৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *