রায়পুর, ২৯ জুলাই (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ছত্তিশগড়ের কোরেয়া জেলা। বৃহস্পতিবার গভীর রাত ১২.৫৬ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (এসইসিএল)-এর দুই কর্মচারী আহত হয়েছেন, তাঁরা জেলার একটি ভূগর্ভস্থ কয়লা খনির ভিতরে ছিলেন যখন ভূমিকম্প অনুভূত হয়। নিরাপদে যাওয়ার চেষ্টা করার সময় পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন তাঁরা।
মধ্যপ্রদেশ সংলগ্ন কোরেয়া জেলার সদর দফতর বৈকুণ্ঠপুরের আশেপাশে বৃহস্পতিবার গভীর রাত ১২.৫৬ মিনিট নাগাদ ৪.৬-মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ৪.০ তীব্রতার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ছত্তিশগড় জেলায়। এর আগে ১১ জুলাই ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছিল।