অপসারিত ভি এস যাদব, ত্রিপুরা পুলিশের নতুন মহা নির্দেশক অমিতাভ রঞ্জন

আগরতলা, ২৮ জুলাই (হি. স.) : ত্রিপুরায় পুলিশের মহা নির্দেশক পদে দায়িত্ব নিয়েছেন অমিতাভ রঞ্জন। তিনি ভি এস যাদবের স্থলাভিষিক্ত হয়েছেন। ত্রিপুরা পুলিশের প্রাক্তন মহা নির্দেশক ভি এস যাদব এখন শুধুই দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের প্রিন্সিপ্যাল রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব সামলাবেন।

ত্রিপুরা ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অমিতাভ রঞ্জন আইবি-র স্পেশাল ডিরেক্টর পদে লখনৌতে কর্মরত ছিলেন। ত্রিপুরা পুলিশের মহা নির্দেশকের পদে ভি এস যাদবের অপসারণে তাঁকে নতুন মহা নির্দেশক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রিপুরা পুলিশের প্রাক্তন মহা নির্দেশক ভি এস যাদব দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের প্রিন্সিপ্যাল রেসিডেন্ট কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। আজ থেকে তিনি শুধুই দিল্লি ত্রিপুরা ভবনের প্রিন্সিপ্যাল রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব সামলাবেন। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে।এদিকে, আজকেই ত্রিপুরা পুলিশের নতুন মহা নির্দেশকের পদে দায়িত্ব বুঝে নিয়েছেন অমিতাভ রঞ্জন। তিনি আজ আগরতলায় পুলিশ সদর কার্যালয়ে গিয়ে কার্যভার গ্রহণ করেছেন। পাশাপাশি সহকর্মীদের সাথে পরিচয় পর্বও সেরে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *